কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

মেঘনা চট্টোপাধ্যায়ের কবিতা 

মুক্তিপাঠ


দেওয়াল ঢেকেছে ফ্রেমে আঁকা পোর্ট্রেট

গোলাপগুচ্ছ ক্যাবিনেট জোড়া ভাস-এ

ঘর ভরিয়েছি ভিনদেশি আসবাবে

তোর কথামালা সাজিয়েছি তার পাশে

মানিয়েছে দ্যাখ দিব্যি নান্দনিক

জোড়াতালি ফাঁকি খুঁজে পায় কার সাধ্যি

শব্দেছন্দে ঠোঁট ছোঁয়াছুঁয়ি খেলে যায়

বাকি সেইসব পুরনো গল্প বাদ দিই

আরো একদিন অফিসে যেদিন কাজ নেই

সোশ্যাল সাইটে পরানবন্ধু খুঁজব

আরো একদিন পরাগ ছড়ানো বিকেলে

আবারো নাহয় এরকমই ভুল বুঝব

তোর নীলমেঘ তোর বুকভাসি জ্যোৎস্না

আরো কিছুকাল তোর দেরাজেই পড়ে থাক

চলি রে, আবার কথা হবে ঠিক কোনোদিন

আপাতত মেঘডানারা উড়ান ফিরে পাক।


HOME

এই লেখাটা শেয়ার করুন