কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

সুব্রত দেবের কবিতা 

বন্দুক ছিল 


বাঘ মারব বলেই আমি বনে গিয়েছিলাম।

আমার হাতে বন্দুক ছিল,

বন্দুকে গুলিও ছিল।

এখন একটা গুলিও অবশিষ্ট নেই ।

এর মানে আমি বাঘ মেরেছি।

ইচ্ছে হয় বিশ্বাস করো

ইচ্ছে হয় না, করো না।

দোহাই তোমাদের,

একের পর এক বেয়াড়া প্রশ্ন তুলে

আমার প্রেশার 

আর বাড়িয়ে দিয়ো না। 

HOME

এই লেখাটা শেয়ার করুন