কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

চিরশ্রী দেবনাথের কবিতা 

যুদ্ধ 


যুদ্ধ মেলেছে ডানা অস্থির লয়ে, দ্রুত খননের মতো

এখানে এখন নিস্পেষিত আকাশ, নিরাবরণ স্খলন

পাখির মনের ধুকপুক, শিকারি ব্যাধের ঝুলিতে ভরে দিচ্ছে বসন্ত প্রলাপ

থাকছে সংবাহিত রোগের কোমল বিস্তার, বিচ্ছেদের দুঃখরাগ

পুড়িয়ে দিচ্ছে, ক্রমান্বয়ে বেড়ে চলা এই উত্তেজনা

জ্বরের আরামের তপ্তছোঁয়া শুধু নিয়ে যাচ্ছে কবরের আচ্ছন্নতায়

সবুজ বরফের নিভৃতে সঙ্গীন শোভা

জেনে নাও এ সভা... মৃত্যুসূচী, বিউগলের শ্রদ্ধা, আকাশ কেটে নেমে আসা যুদ্ধ সংকেত

এই পুরনো উত্তেজনা জিভের ডগায় চাটতে ভালো

খবরের কাগজে সাবলীল আত্মব্যাখ্যায় নিখাদ গুপ্তচারিতা

মরুভূমি, বরফ, পাইনগাছের সড়কে থাকে খাবারের প্যাকেট,

বাতাসের তরঙ্গে চেনা নারীকন্ঠের নির্জলা উপবাস

মহান হয়ে ওঠে যুদ্ধখাদ, বিলুপ্ত শকুন সন্ধ্যা

সন্তানের ঘরে জ্বলে প্রদীপ ঝড়, শীতের ঝরাপাতা গান

রাস্ট্র দায়ী থাকে জয়ে, পরাজয়ে, ভুল সিদ্ধান্তের রক্তফলনে

এ আর এমনকি, নির্ধারিত সম্মান বিষাদের ছাউনিতে

উৎসবের মাস বুকে করে নিয়ে আসে সীমান্তের কফিন

ছররা ছুটেছে মেপল পাতায় সরবে নীরবে গোধূলির কুয়াশায়

বুটের পায়ে পায়ে হাঁটছে জননী, এ সীমান্ত দীর্ঘ, ব্যাকুল

পারমাণবিকতা চাই না কারো, এ মাটি, ওই মাটি 

পশমের রুমালে ঢাকা আছে স্বাদু কাবাব

এক চামচ মুখে দাও, কমান্ডো

দেশ বাঁচাতে এসেছো, ভুলে থাকো সুগন্ধী মশলাছায়া

আরামে গলে যাক পেলব মাংস, এক মূহূর্ত তো বাঁচো! 


HOME

এই লেখাটা শেয়ার করুন