কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ইন্দ্রনীল সেনগুপ্তের কবিতা 

গ্রাম্যভিলা 


ঘাসের মধ্যে মাথা তোলে ড্যান্ডেলিয়ন ফুল, 

অল্পস্বল্প বৃষ্টি হাওয়ায় খুশিতে ভরপুর;

ভুবন তার সীমাবদ্ধ, ঘাস কি ব্যথা বোঝে?

অস্তর্সূর্য ছড়িয়ে দিল বিদায়বেলার আলো-

আগামীকাল পাপড়ি ঝড়ে যাবে, তবু ফুল 

হেসে ওঠে, স্বাগত জানায় পরম আহ্লাদে। 


অযত্নমাঠ পেরিয়ে এখন বাড়ির মধ্যে আমি,

মলিন মেঝে জানালা দেয়াল খিলখিলিয়ে হাসে

কড়ি বরগা ছুঁয়ে নামে হাজার মাকড়শা; 

ধুলো ঝাড়ি, লম্ফ জ্বালাই, সামোভারে 

ফুটতে থাকে জল; থেকেই যাবো বেশ 

কিছুদিন গ্রাম্য ভিলায় কোলাহলহীন;

চাই না বড় শহর কোন হাতছানি দিক।


প্রকৃতি আজ ছড়িয়ে আছে নুড়িপাতা 

পথের মতো চারপাশেতে।



HOME

এই লেখাটা শেয়ার করুন