কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

বিদিশা দাসের কবিতা 

কী হল, কী হবে দিন


ভেবেছিলাম চেষ্টা করতে করতেই একদিন নিশ্চয়ই ভালো থাকব,

এক জানালা আলো আর আশা দিয়ে

একঘর আঁধারিয়া রঙ ঢেকে দেব,

স্বপ্নের মত যেন লাগে এই সবকিছু।

এই বেঁচে থাকা যেন পোতাশ্রয় খুঁজে চলে,

কী হবে এই বিকেলের মত বিকেলবেলা নিয়ে,

কী হল এই রোদ-দুপুর, রোজ-দুপুর নিয়ে!

কী লাভ এই আসছে বসন্তবেলার ভোরাই গান দিয়ে। 

আমি তো পারিনি একটুও অনুভূতির রঙে সাজাতে ভালোথাকাটুকু,

শুধু চেষ্টা করতে পারি এইতো! 

কী হল, কী হবে দিনগুলো বড় দীর্ঘ, ব্যঞ্জনাময়।

তবুও এক জানালা আলোর স্বপ্ন ছুঁয়ে বেঁচে আছি একজীবন।

অপেক্ষায় রয়েছে পোতাশ্রয়?

আমি চেষ্টা করে যাব,

মুঠোতে ভরে নেব অনন্ত ব্যথা,

নতজানু হব নিবেদনে কবিতা ঈশ্বরীর কাছে,

রাখালিয়া বাঁশিতে তখনো ডাক দেবে আজন্ম আমার জন্য মাপা কী হল, কী হবে দিন!



লোভ


ভালোবাসবেনা জানি!

তবুও সোনার হরিণের লোভটুকু বড় মোহময়,

মৃত্যুর অন্ধকারে ডুবে যাবার আগেও 

উতলা শব্দ সাজায় সব অপেক্ষার মুহূর্ত।

এক অমোঘ নিয়মের আকাশ চেয়ে থাকে নির্নিমেষ।

ভালোবাসবেনা জানি!

তবুও অপেক্ষা করে অবুঝ হৃদয়।

রাইকিশোরী অভিমানটুকু নিঃশব্দে বৃষ্টি ঝরায় 

বুকের ভিতরঘরে বড় লোভ নিয়ে,

জানি সব মিথ্যে -

নিশ্চুপ অপেক্ষা, চুপচাপ রক্তাক্ত ব্যথা! 

তুমি আর ফেলে আসা রূপকথা

কিছুই ফিরে আসবেনা জানি।

ভালোবাসবেনা জানি! 

তবুও লোভটুকু বড় মধুময়।


HOME

এই লেখাটা শেয়ার করুন