কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

ব্রতীন বসুর কবিতা 

উৎসব 


আজ ছোড়দির জন্মদিন

বাবা বাজার নিয়ে বাড়ি ফিরেছেন

কাকটা জানালা দিয়ে উঁকি মারছে

মাংসের ব্যাগে মুখ দেবে বলে

দূর হ হতচ্ছাড়া।


যেদিন প্রথম ওড়ে পাখি

ওর জীবনে ওই এক দিনই 

উৎসব।

 মা খেতে দেয় ওই দিন পর্যন্ত।



নেশা


আমি ভয় পাই যে শব্দকে তার নাম

মৃত্যু,

অথচ এই শব্দের এক নিজস্ব নেশা আছে

কিছু করতে পারব না জেনেও রাস্তায় এক্সিডেন্ট হলে ভিড় ঠেলে দাঁড়াই

একটা আত্মহত্যা অথবা দুর্ঘটনার কাহিনি থাকলে

আগ বাড়িয়ে টেনে নিই খবরের কাগজ, 

টিভির রিমোটটা,

অমুকদার চাকরি গেল, তমুকদি ছেড়ে দিল গান

এই সব জানতে শুনতে শোকার্ত হতে টানে

ভয় পাই সব প্রকারের মৃত্যুকে,

যেন সিগারেট

আমার ফুসফুসটা বেঁচে থাক

ক্যান্সার থাক চেনা পরিচিত গল্পে

শোকে আমি সাদা পরতে রাজি আছি।

HOME

এই লেখাটা শেয়ার করুন