কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন গ্রীষ্ম সংখ্যা মে ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

প্রণব বসুরায়ের কবিতা 

চোরকে ধর্‌ 


ঘুমের মধ্যে কথার মাঝে 

যাই, জড়াই,

দিনযামিনী খোলাই থাকে

ধান-মড়াই...


কোথাও কিছু নেই তো ভুল

রাত প্রহর?


তবুও যদি দেখিস ভুল

সব ছলনা।

আমার ঘুড়ি অন্যে ওড়ায়

অলস বোনা...


মাঠের শেষে টিলা দ্যাখায়

দুয়ার ঘর---

যক্ষপুরীর নদীর পাশে

শুকনো চর


রোজই শুনি পুলিশ আসে

চোরকে ধর্‌


আজ থাক কাচের আশ্রম


প্রত্যাঘাত ও প্রতিরোধ ভুলে

মেলে দিই আজ নিঃশর্ত অঞ্জলি...

আর ভাবি না আমি কোথা আছে

জানু, স্তন অথবা অবাক তল্লাট--

জেনেছি এখন এরা পোড়ে বাজির মতোন-- 

দর্শকের বেপথু উল্লাস আর 

পোড়া বারুদ মাত করে

বিষ ঢালে, বাতাসে ছড়ায়...


হুল্লোড় হয়েছে অনেক

সাজঘরে কত যে পোষাক পাল্টে পাল্টে গেছে

চুলের কাঁটা ও ক্লিপ, চুরুটের পাইপ ও টাই

জায়গা বদল করে গিয়েছে হারিয়ে


এখনও পারি আগুনে ঝাঁপের খেলা

তুমিও মৎসকুমারী হতে, তাও

আজ থাক কাচের আশ্রম

চলো বসি দর্শকের সীটে


HOME

এই লেখাটা শেয়ার করুন