web creation software

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]


কবিতা            Home    
প্রণব বসুরায়ের তিনটি কবিতা


 
তবু যাও

আষাঢ় আকাশের মতো মন ভারি আজ
তুমি চ’লে যাচ্ছো ভূমধ্যসাগর ব্যবধানে...
এরপর কার কাছে ছায়া পাবো প্রখর গ্রীষ্মে,
কে দেবে সুশীতল জলের ঠিকানা?
স্নেহ যে বন্ধন সূচিত করে, সূত্র তার
কেবলই হারায়, জেনে রেখো...

তবু যাও, নিবিড় নীলিমায় দুই পাখা মেলে---
আমাদের রুমাল ওড়ানো, চাপা কান্নার সমবেত গান
তোমার যাত্রার পথ সুগম করবে জন্ম জন্ম ধরে..


ভুল ছবি

কী যে চাও ঠিক, বুঝি না কিছুই
একবার মনে হয় দরজা খুলে অন্ন-ব্যাঞ্জন
সাজিয়ে ডাকছো--
একটু এগোলেই দৃশ্যে বদল...
বিশাল উনুনে রাবড়ি তৈরির জন্যে
দুধ থেকে তুলে রাখা হচ্ছে ঘন সর,
নিচে জ্বলে দাউ দাউ আগুনের হাত !

সবই মায়া, পরিহাস বুঝি?
এ রকম কৌতুকের ছবি এঁকে রাখি করুণ যত্নে,
বন্ধুদের জন্যে লটকে দিই ফেসবুক - দেয়ালে...
তারা তালি দেয়, স্মাইলি দেয়,
জুটে যায় নিরীহ বাহবা--

কোন ভাল লাগা নেই এসব বাহবায়
কেননা
ঐ ছবি আমি তো আঁকি নি...


এসো রাত্রি

এসো রাত্রি, এসো প্রমা, তোমার দুহাতে
তুলে নাও শরীর আমার
এত তাপ, প্রতিকুল হাওয়া-
শ্বাস নিতে কষ্ট হয় খুব।
ও ডিয়ার, ফেরি মী, ফেরি মী টু দ্যা ল্যান্ড অফ
ইটারনাল সিরিনিটি

তুমি কি বুঝেছো কেন এই কথাগুলি বলা
কেন এই মধ্যরাতে, এই দাহে তর্জমা খুঁজছি
কাঁটার পোষাক কেন গায়েতে আমার...
পুরোনো গাছের ডালে কর্কট ঝুলে আছে

এসো রাত্রি, সহচরী প্রিয়া, তোমার দু’হাতে
তুলে নিও পালক শরীর

আই বাউ ডাউন টু দাই নী
লিফট মী সফটলি-- এজ ইউ উয়িশ

চন্দনের চাদরখানি দিও গায়েতে আমার
  

                                                  HOME

[এই লেখাটা শেয়ার করুন]